রাজধানীর হাতিরপু্লে মোতালেব প্লাজার পাশে পাঁচতলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানাগেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে অন্যান্য ফ্লোর গুলোতে আগুন ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।