1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন ক্যাম্পাসে ভর্তি বন্ধ হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০১৩
  • ৭৮ Time View

ugcদেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

এই ৮টি বিশ্ববিদ্যালয়গুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, প্রাইম ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি এবং ইবাইস ইউনিভার্সিটি।

অননুমোদিত ক্যাম্পাস পরিচালনাকারী এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সনদ বাণিজ্য, নিম্নমানের শিক্ষা দেওয়াসহ নানান অভিযোগ। এসব কারনেই শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইউজিসির বেসরকারি বিশ্বাবিদ্যালয় শাখার পরিচালক সামসুল আলম বলেন, ”অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারন নেই। তারা অনুমোদিত মূল ক্যাম্পাসে তাদের শিক্ষাজীবন শেষ করতে পারবে।”

আইন না মেনে চলা বিশ্বাবিদ্যালয়গুলোর ওপর কঠোর হলেও শিক্ষার্থীদের সব ধরনের স্বার্থ রক্ষা করা হবে বলে জানিয়েছে ইউজিসি।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে সারাদেশে ৭১টি বেসরকারি বিশ্বাবদ্যালয় আছে। এর মধ্যে প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে গেছে ৫৪টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ