1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০১৩
  • ৮৭ Time View
sorkarবিশ্বব্যাংকের সহযোগিতায় ৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। আর এসব শিক্ষার্থীদের মধ্যে ২০ হাজারই থাকবে আইসিটি গ্রাজুয়েট। তাছাড়া আরও ১০ হাজার সায়েন্স গ্রাজুয়েটকে আউটসোর্সিংয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।
ইতোমধ্যে  তৃণমূলের গ্রাজুয়েটদের বিষয়টি অবহিত করতে ইতিমধ্যেই জেলা প্রশাসকদেরও এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে কর্মসংস্থান এবং আউটসোর্সিংয়ের বিষয় ছাড়া দেশের বাইরে কর্মসংস্থানের লক্ষ্যে বড় পরিসরে এটিই প্রথম উদ্যোগ।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশে অনলাইনে কর্মসংস্থান এবং আউটসোর্সিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Leveraging ICT for Growth, Employment and Governance Project এর আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে।
তারা বলছেন, তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞ জনবলের সংকট মেটাতে নতুন করে এই উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশের বাইরে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষিত জনবল তৈরিতেও গুরুত্ব দেয়া হচ্ছে।
এদিকে অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে সারা দেশের ছয় জেলায় ‘স্বনির্ভর বাংলাদেশ’র সহায়তায় বেসিক ও অ্যাডভান্স পর্যায়ে ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
এ কর্মসূচির আওতায় ১৮০টি ব্যাচে ১১ হাজার ৩৬০ জনকে প্রশিক্ষণ দেবে সরকার। ইতিমধ্যে ৮৩টি ব্যাচে ছয় হাজার ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ