1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

যুদ্ধপরাধী গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০১৩
  • ৮৩ Time View

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জামায়াত ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে করীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ ট্রাইব্যুনালে আজ এ রায় ঘোষণা করেন।

তবে ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, গোলাম আযম সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। তিনি সবকিছুর জন্য দায়ী। তিনি রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করেছিলেন। তার বয়স বর্তমানে ৯১ বছর। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করেই এ রায় দেয়া হলো।

গোলাম আযমকে তার বিরুদ্ধে আনীত পাঁচ ধরনের অভিযোগের মধ্যে প্রথম ও দ্বিতীয় অভিযোগ ১০ বছর করে, তৃতীয় ও চতুর্থ অভিযোগে ২০ বছর করে ও পঞ্চম অভিযোগে ৩০ বছর কারাদন্ড দিয়েছেন।

ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বলে ২৪৩ পৃষ্টার রায়ের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অংশ ৭৫ পৃষ্ঠা পাঠ করা হবে। এর মধ্যে রায়ের সংক্ষিপ্তসারের প্রথম অংশ উপস্থাপন করেন বিচারপতি আনোয়ারুল হক, দ্বিতীয় অংশ বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থাপন করেন এবং ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান রায়ের মূল অংশ উপস্থাপন করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত তথা যুদ্ধাপরাধীদের বিচার করা। এ লক্ষ্যে বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ বিচার অনুষ্ঠানের সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়।

রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। রায় ঘোষণাকালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার ব্যক্তি, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের গবেষক ও এই বিচার অনুষ্ঠানে আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের সমন্বয়ক অতিরিক্ত এটর্নি জেনালের এম কে রহমান, প্রসিকিউটরগণসহ বিপুল সংখ্যক আইনজীবী।

এর আগে গত ১৭ এপ্রিল মামলাটির চূড়ান্ত বিচারিক কার্যক্রম শেষ করে রায় দেয়ার জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এটি পঞ্চম রায় হলেও আটক আসামীদের মধ্যে এটি হলো চতুর্থ রায়। এর আগে ট্রাইব্যুনাল-২ গত ২১ জানুয়ারি পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও ৫ ফেব্র“য়ারি জামায়াতের সহকারী সেক্রেটারী জেরারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনাল-১ গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদী এবং ট্রাইব্যুনাল-২এ গত ৯মে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের লক্ষ্যে সরকার ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। গত বছরের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ