1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

ওয়ানডেতে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ৭৬ Time View

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে পাকিস্তান ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ান্স ট্রফিতে গ্রুপ পর্বে থেকে বাদ পড়া এই দুই দল ম্যাচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পারফরমেন্সের অবস্থা তেমন ভালো নয়। চ্যাম্পিয়ান্স ট্রফি থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও ফাইনালে উঠতে পারেনি তারা।

দলের ব্যাটসম্যানদের  মধ্যে রয়েছে ধারাবাহিকতার অভাব। ক্রিস গেইল ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করলেও পরের ম্যাচগুলোতে তেমন জ্বলে উঠতে পারেননি। অনান্য ব্যাটসম্যানদের অবস্থাও তাই।

বোলিং এ দৈন্যদশা রয়েছে ক্যারবীয়দের। পেস অ্যাটাকে এক কেমা রোচই দলকে নেতৃত্ব দিচ্ছে। আর স্পিনে সুনিল নারিন ছাড়া আর কোন বোলারই ধারাবাহিকতায় নেই।

অন্যদিকে সফরকারী পাকিস্তানের অবস্থা যাচ্ছে তাই। সাম্প্রতিক চ্যাম্পিয়ান্স ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে  বসেছে তারা। দল থেকে বাদ দেওয়া হয়েছে সিনিয়র খেলোয়াড় শোয়েব মালিক ও উইকেটরক্ষক কামরান আকমকে। বাদ পড়া অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ব্যাটসম্যান উমর আকমলকে ফিরিয়ে আনা হয়েছে।

পাকিস্তানি দলের ব্যাটসম্যানদের  মধ্যে রয়েছে ধারাবহিকতার অভাব। কোন ব্যাটসম্যানই নিয়মিত রান পাচ্ছেন না। বোলিং এর দিক থেকে যা একটু সুবিধায় আছে পাকিস্তান। দলের পেস অ্যাটাকে থাকছেন ইরফান, জুনায়েদ ও ওয়াহাব রিয়াজ। আর স্পিন অ্যাটাকে থাকবেন আজমল, হাফিজ আর আফ্রিদি।

দুদলের সম্ভাব্য একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, জনসন চার্লস, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডেভন স্মিথ (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, ড্যারেন স্যামি, কেমার রোচ ও সুনিল নারিন।

পাকিস্তান দল: নাসির জামসেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মিসবাউল হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহিদ আফ্রিদি, উমর আমিন, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান ও সাইদ আজমল।

এই মূহুর্তে খেলা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে  হারিয়ে ১০৯ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ