1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

গাজীপুর সিটি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০১৩
  • ১০৫ Time View

আজ বৃহস্পতিবার মধ্যরাতেই শেষ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের নিবাচনী প্রচারণায় ব্যস্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা। পাশাপাশি সক্রিয় প্রার্থীদের কর্মীরাও।

বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠেছে বড় দুই রাজনৈতিক দল সমর্থিত মেয়র প্রার্থী। তাদের পক্ষে প্রচারণা চলাচ্ছেন দু’দলের কেন্দ্রীয় নেতারা। দুই দলই মরিয়া হয়ে উঠেছে তাদের প্রার্থীদের জয়ী করার জন্য। এজন্য তাদের নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে।

দুপুরের বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় নেতারা ভিজে নিজ দলের প্রার্থীর সমর্থনে ভোট ও গণসংযোগ করেছেন।

এদিকে বৃহস্পতিবার নির্বাচন কমিশন জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান আরজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নির্বাচনী প্রচারণার শেষ সময়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭৪ অনুযায়ী কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা এতে যোগদান করতে পারবেন না। এছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা এতে যোগদান করতে পারবেন না।

উল্লিখিত সময়ের মধ্যে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। এসব কার্যকলাপের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে অন্তত ৬ মাস ও অধিক ৭ বছর কারাদন্ডে দন্ডিত হবেন।

উল্লেখ্য, ৬ জুলাই অনুষ্ঠিত হবে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নিবার্চন। এ নির্বাচনে নির্বাচনে মেয়র পদে ৭, ৫৭টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ এবং ১৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ