1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

২০১৩-১৪ অর্থবছরের বাজেট পাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৩
  • ৯৬ Time View

রোববার জাতীয় সংসদে পাস হলো ২০১৩-১৪ অর্থবছরের বাজেট। তবে এর আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

৬ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের বাজেট সংসদে তোলেন। যার আকার দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরের চেয়ে এ বাজেট ১৬ শতাংশ বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা।

নতুন বাজেটে রাজস্ব প্রাপ্তি ও বৈদেশিক অনুদান ধরা হয়েছে এক লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর আট হাজার ১১৪ কোটি টাকা বাদ দিলে এর পরিমাণ দাঁড়াবে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। এর মধ্যে পদ্মা সেতুর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ছয় হাজার ৮৫২ কোটি টাকা।

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক দুই শতাংশ। মূল্যস্ফীতি সাত শতাংশে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এছাড়া চলতি ব্যয় জিডিপির ১৩ দশমিক দুই শতাংশ, উন্নয়ন ব্যয় সাড়ে পাঁচ ও ঘাটতি চার দশমিক ছয় শতাংশ ধরা হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরের বাজেট থেকে সবচেয়ে বেশি ৪৫ হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে অর্থবিভাগ খাতে। আর খাতওয়ারি সবচেয়ে কম ১০ কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট খাতে। মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে ২৩৫ কোটি ৪১ লাখ ৫৬ হাজার টাকা।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে ১৪ হাজার ৫৪১ কোটি ৭২ লাখ টাকা, সশস্ত্র বাহিনী বিভাগ খাতে ১৩ কোটি ৬৩ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয় খাতে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে ৩৬৭ কোটি ৮৬ লাখ টাকা, বিদ্যুৎ বিভাগ খাতে নয় হাজার ৬০ কোটি ২০ লাখ টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে দুই হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দ :

জাতীয় সংসদ খাতে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ৬২৪ কোটি ৬০ লাখ ২৩ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ  খাতে অনধিক ৩২ কোটি টাকা, নির্বাচন কমিশন সচিবালয় খাতে ৪৬১ কোটি ৯৯ লাখ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে এক হাজার ১৬৪ কোটি ৭০ লাখ টাকা, অর্থ বিভাগ খাতে ৪৫ হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে এক হাজার ৩৮৬ কোটি ছয় লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৫৯৬ কোটি ৭৪ লাখ টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে ১৬১ কোটি ১৪ লাখ ৮১ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ খাতে ৫৪৮ কোটি ৭০ লাখ টাকা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে ১২১ কোটি ৫১ লাখ টাকা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে ২৪২ কোটি ৪২ লাখ টাকা, বাণিজ্য মন্ত্রণালয় খাতে ১৭৮ কোটি ৫১ লাখ টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়  খাতে ৭২৭ কোটি ৯৮ লাখ টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে  ১৪ হাজার ৫৪১ কোটি ৭২ লাখ টাকা, সশস্ত্র বাহিনী বিভাগ খাতে ১৩ কোটি ৬৩ লাখ টাকা, আইন ও বিচার বিভাগ খাতে ৮০০ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে নয় হাজার ৫৮৮ কোটি ৬২ লাখ ৯৮ হজার টাকা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে  ২১ কোটি ৩৩ লাখ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয় খাতে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে ৩৬৭ কোটি ৮৬ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় খাতে নয় হাজার ৪৯৫ কোটি টাকা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় খাতে ৬৩২ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে দুই হাজার ২১৩ কোটি ৪০ লাখ ২৮ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে এক হাজার ৪৪৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ১৮৬ কোটি ৬১ লাখ টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে এক হাজার ৭৮১ কোটি ৩৬ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয় খাতে ৫১১ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খাতে ২৩৫ কোটি ৪১ লাখ ৫৬ হাজার টাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে ২৯১ কোটি ২৫ লাখ টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ৭০৯ কোটি ৫৯ লাখ টাকা, স্থানীয় সরকার বিভাগ খাতে ১২ হাজার ৯৬৪ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ খাতে এক হাজার ৮৫ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে দুই হাজার ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে ১৯৮ কোটি ৭৫ লাখ টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে দুই হাজার ২৯১ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয় খাতে ১২ হাজার ২৭৫ কোটি ৯৮ লাখ টাকা, মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয় খাতে এক হাজার ৬২ কোটি ৬৬ লাখ টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয় খাতে ৭৯৮ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকা, ভূমি মন্ত্রণালয় খাতে ৭৫৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়  খাতে  দুই হাজার ৫৯২ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা, খাদ্য মন্ত্রণালয় খাতে ১০ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ছয় হাজার ৫২৪ কোটি চার লাখ ৮৬ হাজার  টাকা, সড়ক বিভাগ খাতে পাঁচ হাজার ৫৫১ কোটি ৮৯ লাখ টাকা, রেলপথ মন্ত্রণালয় খাতে পাঁচ হাজার ৬৮০ কোটি ৮৪ লাখ টাকা, নৌ-পরিবহণ মন্ত্রণালয় খাতে ৮১২ কোটি ৫৫ লাখ টাকা, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় খাতে ৩০৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় খাতে এক হাজার ৩৩৮ কোটি ৮১ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে ৭৫৪ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগ  খাতে নয় হাজার ৬০ কোটি ২০ লাখ টাকা, সুপ্রিম কোর্ট খাতে ১০ কোটি পাঁচ লাখ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে ৭৬৭ কোটি ১০ লাখ টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ৩৫৬ কোটি ১৪ লাখ টাকা, দুর্নীতি দমন কমিশন খাতে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা, সেতু বিভাগ খাতে সাত হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ