ইমিগ্রেশন, চাকরি ও পাসপোর্ট নবায়ন কাজে দেরি হওয়ার অভিযোগ তুলে কয়েকশ বিক্ষুব্ধ বাংলাদেশি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে আকস্মিক হামলা চালিয়েছে। এ সময় পুলিশ বিক্ষুব্ধ বাংলাদেশিদের দমাতে টিয়ার গ্যাস ছুড়েছে।
বৃহস্পতিবার ৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেতে অপেক্ষা করছিলেন বাংলাদেশিরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ৪ দিন ধরে মানামায় অবস্থিত দূতাবাসে গিয়ে ভেতরে ঢোকার টোকেন পাননি।
উল্লেখ্য, বাহরাইনে বাংলাদেশি দূতাবাস এ নিয়ে চলতি বছরে ২ বার বিক্ষোভের মুখে পড়লো।