২৯ জুন শনিবার তফসিলী ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের এক সার্কুলারে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সার্কুলারের কপি সকল ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে প্রেরণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে চলতি বছরের জুন মাসে জমাকৃত পে-অর্ডার/চেকসমূহ ৩০ তারিখের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে তফসিলী ব্যাংকের শাখাসমূহ আগামী ২৯ জুন শনিবার খোলা থাকবে।