পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
সেখানে আগামী ২৬ ও ২৭ জুন তিনি অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন ডেভলপমেন্ট (ওইসিডি) এর মন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে অংশ নেবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, রিয়াদে সৌদি আরবের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে তার ফ্রান্স যাওয়ার কথা ছিল। সেটি বাতিল হওয়ায় তিনি সরাসরি প্যারিস রওয়ানা হন।
উল্লেখ্য, গত রোববার তিনি পাঁচ দিনের রিয়াদ সফর শেষে ঢাকা ফেরেন।