মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ যানে!

মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ যানে!

মহাকাশ স্টেশনে পৌঁছার সময় কমিয়ে আনার অনবরত প্রচেষ্টার ফলশ্রুতি এবারের সাফল্য। যান্ত্রিক উৎকর্ষ আর কম্পিউটার সফটওয়্যারের উৎকর্ষের কারণেই এটি সম্ভবপর হয়েছে।
মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌঁছেছে সুয়োজ টিএমএ-০৮ মহাকাশ যান।

শুক্রবার কাজাখস্তান থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে।

এ পর্যন্ত সবচেয়ে কম সময়ে পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌঁছার ঘটনা এটিই।বলে জানিয়েছে বিবিসি।

এতদিন মহাকাশ স্টেশনে পৌঁছাতে কোনো মহাকাশযানের প্রায় ২ দিন লেগে যেত। কিন্তু প্রথমবারের মতো মাত্র ৬ ঘণ্টায় সেখানে পৌঁছানোর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে।

মহাকাশ স্টেশনে পৌঁছার সময় কমিয়ে আনার অনবরত প্রচেষ্টার ফলশ্রুতি এবারের সাফল্য। যান্ত্রিক উৎকর্ষ আর কম্পিউটার সফটওয়্যারের উৎকর্ষের কারণেই এটি সম্ভবপর হয়েছে, বলেন নাসার মুখপাত্র ক্যালি হ্যামফ্রিজ।

প্রায় ৬ মাস মহাকাশ স্টেশনে অবস্থান করার পরিকল্পনা নিয়ে ৩ নভোচারী এই মিশনে অংশ নিয়েছেন। তারা হলেন, রাশিয়ার মহাকাশ সংস্থার পাভেল ভিনোগ্রাদভ, আলেক্সজান্দ্রে মিসুরকিন এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ক্রিস কেসিডি।

অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি