1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

ক্ষমতায় গেলে দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২
  • ১০৬ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আবার ক্ষমতায় যেতে পারলে দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে। এর মাধ্যমে জনগণের চাপ কমিয়ে ঢাকা শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার রাজধানীর বারিধারা লেকসাইট রাজউক পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ। তিনি বলেন, এ দেশে আইন অমান্য করাই যেন আইন।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের একটি ভবনের কথা উল্লেখ করে এরশাদ বলেন, সেখানে একটি ভবনের জন্য নয় তলার অনুমোদন আছে। কিন্তু করা হয়েছে ২৪ তলা।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (উন্নয়ন) মাহবুব উল আলম, সিটি ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সার, ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক মঈনউদ্দিন, বারিধারা সোসাইটির সভাপতি আজিমউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুর রউফ প্রমুখ।
পার্কটির উন্নয়নের বিভিন্ন পর্যায় তুলে ধরেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ