1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

‘যে কোন উপায়ে দুই নেত্রীকে সংলাপে বসাতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২
  • ১৩৯ Time View

নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের প্রস্তাব পরিষ্কার করার আহবান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি বলেছেন, যে কোন উপায়ে দুই নেত্রীকে এ বিষয়ে সংলাপে বসাতে হবে। প্রয়োজনে এমন জনমত বা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা সংলাপে বসতে বাধ্য হন। আজ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ত্রয়োদশ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে রফিক-উল হক বলেন, ‘বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আওয়ামী লীগ বলছে নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কিন্তু এই দুই সরকারের রূপরেখাটা কী, সেটা নিয়ে কোন দলই স্পষ্ট করে কিছু বলছে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের প্রস্তাবিত সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাই। তিনি বলেন, যে সরকার ক্ষমতায় আছে, তারা নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। দুই দলের আলোচনার মাধ্যমে সরকার গঠন করে নির্বাচন দিলে, সেটা গ্রহণযোগ্য হবে। অনুষ্ঠানের আরেক অতিথি আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান দুই নেত্রীকে সংলাপে বসাতে বিশিষ্ট ব্যক্তিদের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ