1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামি দল: চরমোনাই পীর মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ

জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬ Time View

ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আব্দুল করিম সিকদার নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আমির হোসেন বাচ্চু হাওলাদার রাজাপুর উপজেলার পশ্চিম রাজাপুর ওয়ার্ড যুবদলের সভাপতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুর (সারে চার আনি) ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত জামায়াতের কর্মী আব্দুল করিম সিকদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার পর হাসপাতালে আহত জামায়াতের কর্মীকে দেখতে আসেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

এ সময় তিনি বলেন, চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। কিন্তু পরাজয় হবে—এই আশঙ্কায় আজ তারা আমার দলের কর্মীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে। দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয়, আমি প্রশাসনসহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের জানাতে চাই—আমার ঝালকাঠি-১ আসন বহু বিষয়ে আলোচিত ও সমালোচিত একটি আসন। এই আসনের পেছনে যদি আপনারা এখনই নজর না দেন, তাহলে আমরা এই নির্বাচনকে অবশ্যই একটি পাতানো, ষড়যন্ত্রমূলক নির্বাচন বলে মনে করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রত্যেকটি কর্মী রক্ত দিয়ে তৈরি আমাদের একজন কর্মীর রক্ত যেহেতু ঝড়েছে তাহলে সেই রক্তের ওপার ভিত্তি করে বাংলাদেশের সকল চাঁদাবাজ সন্ত্রাস লুটেরা হয়নাদের কবর রচিত করা হবে। তারা এখান থেকে অবশ্যই তাদের মাশুল পাবে এবং সেটা পাবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। আজকে এই রক্ত ঝরা দিয়ে প্রমাণিত হয় বিএনপি রাজাপুর কাঁঠালিয়ায় পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে। না হয় তারা আমাদের নিয়ে আবোল তাবোল বলা শুরু করেছে এমনকি রক্ত ঝরিয়েছে। আমরা কারো উপরে একটা টোকা পর্যন্ত মারিনা তাহলে বিএনপি জামায়াত ইসলামের কর্মীর ওপর এই হামলার দুঃসাহস কেমনে পেল। আমি প্রশাসনকে বলবো এই রাতের মধ্যে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে না হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বাচ্চু হাওলাদার বলেন, আব্দুল করিম তার দূরসম্পর্কের আত্মীয়। প্রায় ৩–৪ বছর আগে তার কাছে ১ হাজার ৮০০ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন তাকে এলাকায় না দেখায় টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তবে বড় ধরনের মারধর বা জখমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। পাশাপাশি ড. ফয়জুল হকের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন বাচ্চু হাওলাদার।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ