৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে ১৫ ডিসেম্বর (সোমবার) সরকারের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ‘সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। এর মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে ১৫ তারিখ এ সরকারের বিরুদ্ধে মাঠে নামবে দেশের আপামর মানুষ।’
তিনি বলেন, ‘হাদিদের শেষ নাই। যারা জুলাইকে বিপ্লব মানতে চান না, তারা দিল্লির গোলামী করতে চায়, দুর্নীতি করতে চায়। এ সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুশীলদের চরিত্র বদলের আশা করবেন না। এদের দিয়ে বাংলাদেশে আবার দিল্লি আর ফ্যাসিজমের অনুপ্রবেশ ঘটছে।’
মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের কোনো আইকন রাখা যাবে না। এক হাদিকে গুলি করে আমাদের যুদ্ধ থামানো যাবে না। যারা ক্ষমতায় যেতে যারা জুলাইকে অস্বীকার করবে, ভারতের সঙ্গে আঁতাত করবে তাদের আপনারা বর্জন করবেন।’
বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দিতে পারেনি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। এসময় হাদির কালচারাল সেন্টারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন এই সম্পাদক।