1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বৃহস্প‌তিবার (১৩ ন‌ভেম্বর) রিয়াদে সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে বৈঠক করেছেন। এ সময় তাকামল পেশাগত স্বীকৃতি কর্মসূচি, বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।

স‌চিব বলেন, সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে তার মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এবং তাকামল একযোগে কাজ করছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে বিএমইটির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। অক্টোবর মাসে ৫১ হাজার ৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

তাকামল-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রলায়ের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক। বর্তমানে শতকরা নব্বই ভাগ বিদেশি কর্মী তাকামল-এর সনদ নিয়ে সৌদি আরবে আগমন করছেন। অচিরেই এই হার শতভাগে ঊন্নীত করা হবে।

সচিব বলেন, সৌদি আরবে গমনকারী কর্মীদের অধিকাংশই অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ ডলার এবং পরীক্ষায় উত্তীর্ণ না হলে আবারও পঞ্চাশ ডলার ফি প্রদান করা তাদের পক্ষে দুরূহ। তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দফা পরীক্ষার ফি মওকুফের জন্য অনুরোধ জানান। তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিষয়টি আন্তরিকভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিবেচনার আশ্বাস প্রদান করেন।

নেয়ামত উল্যা ভূঁইয়া সৌদি শ্রম বাজারের চাহিদা এবং কাঙ্ক্ষিত মান অনুযায়ী কর্মীদের দক্ষতার উন্নয়ন ও প্রশিক্ষণে তাকামলের সাথে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। সভায় সৌদি আরবে বিদ্যমান বাংলাদেশী কর্মীদের রিস্কিলিং এবং আপস্কিলিং প্রশিক্ষণ বিষয়ে সৌহার্দ্রপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ