1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

জার্মানির বার্লিনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

জার্মানির রাজধানী বার্লিনে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দেশটির যুবদল শাখা। এ উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) বার্লিনের রাইনিকেনডর্ফের ভিটেনাউয়ের স্থানীয় একটি মিলনায়তনে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

যুবনেতা আবু তাহেরের কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর জার্মান যুবদল নেতা আব্দুল হান্নান রুহেলের সভাপতিত্বে ও সোহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন যুবদল নেতা সোহাগ আলী, আরিফুর রহমান, শাহীন আফিন্দী, তারেক রহমান, একরাম হোসেন, হাসিব উদ্দিন, মো. জামান হোসেন, মো. লিটন প্রিন্স, এম মের্শেদ খান, মোকিত আহমেদ ফাহিম ও মো. মমিনসহ আরও অনেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, কাজী রেজাউল হক সাঈদ, গিয়াসউদ্দিন, আবু হানিফ, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার, সিনিয়র নেতা মোসলেহ উদ্দিন, নিজাম দোকানদার, সাঈদুর রহমান সাঈদ, সাইফুল মজুমদার, নূর চৌধুরী জিয়া, আনহার মিয়া, স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম রাফি, জাকের হোসেন, সাগর আহমেদ, নাঈম উদ্দিন বাহারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি এবং জার্মান যুবদলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের যেকোনো সংকটে জার্মান যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে এসময় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ ছাড়া পতিত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষারও আহ্বান জানান বক্তারা।

সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ