1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

কোরিয়ান অর্থায়নে সেতু প্রকল্পে নতুন সুযোগের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে আজ থেকে তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর ২০২৫) বৈশ্বিক অবকাঠামো সহযোগিতা সম্মেলন (জিআইসিসি) শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সম্মেলনে সেতু সচিব বাংলাদেশের বিভিন্ন প্রকল্প নিয়ে উপস্থাপনা করেন। এ সময় তিনি উল্লেখ করেন, সেতু বিভাগের বেশ কয়েকটি প্রকল্পে কোরিয়ান অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) ও অর্থনৈতিক উন্নয়ন প্রচার তহবিল (ইডিপিএফ) থেকে অর্থায়নের সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবহন খাতে দক্ষিণ কোরিয়ার কাজ করার সম্ভাবনাও তুলে ধরেন তিনি।

জিআইসিসি-২০২৫ সম্মেলনের লক্ষ্য কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন দেশের প্রকল্প বাস্তবায়নকারীদের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন। এটি মূলত একটি ব্যবসা-থেকে-ব্যবসা (বি-টু-বি) প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কোরিয়ান কোম্পানিগুলো বিদেশি সরকার, প্রকল্প উন্নয়নকারী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করছে।

সম্মেলনে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩০টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ সংস্থার কর্মকর্তারা রয়েছেন।

এই সম্মেলনের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে— বিভিন্ন দেশের আসন্ন অবকাঠামো প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিনিময়, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সাথে সম্পর্ক স্থাপন, নতুন প্রকল্পে অংশগ্রহণের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর, এবং কোরিয়ার উন্নত প্রযুক্তি যেমন স্মার্ট সিটি, উচ্চগতির রেল ও স্মার্ট বন্দর ব্যবস্থা সম্পর্কে পরিচিতি লাভ।

এছাড়াও সম্মেলনের পরবর্তী অংশে বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রকল্প উপস্থাপনা, ব্যক্তিগত ব্যবসায়িক বৈঠক এবং কোরিয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর নতুন প্রযুক্তি প্রদর্শনীও থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ