1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে চালু হচ্ছে নন-স্টপ টোল আদায় ব্যবস্থা, গাড়ি থামাতে হবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হলো আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম, যার মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই প্রযুক্তি লাইভ পাইলটিং আকারে চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এই স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা চালু করা হয়েছে, যা দেশের সেতু ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ইটিসি সেবা ব্যবহারে আগ্রহী চালকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে “ডি-টোল” অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি (RFID) বুথে প্রথমবারের মতো ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন শেষ হলে ব্যবহারকারী ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করে সেতু পার হতে পারবেন। এ সময় টোল স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে শুধু ট্যাপ নয়, বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল অ্যাপ থেকেও এই সেবার সুবিধা নেওয়া যাবে। এই লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই কাজ করছে।

এই আধুনিক ইটিসি ব্যবস্থার ফলে সেতুতে সময় ও জ্বালানি সাশ্রয় হবে, যানজট কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।
এটি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ