1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় ইয়েমেন ৯ জন নিহত, আহত ১১৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ইয়েমেনের রাজধানী সানার আল-জাওয়াফে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। অন্তত ১০টি যুদ্ধবিমান ১৫টি বোমা ফেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) চালানো এ হামলায় ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত আছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

দখলদার ইসরায়েল বেসামরিক ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে। যারমধ্যে আল-তারিফ এলাকার সাধারণ মানুষের বসতঘরও রয়েছে। এছাড়া শহরের দক্ষিণ-পশ্চিম দিকের ৬০নং সড়কের একটি স্বাস্থ্যকেন্দ্রেও ইসরায়েল বোমাবর্ষণ করেছে। আল-জাওয়াফের একটি সরকারি ভবনেও হামলা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার সত্যতা নিশ্চিত করেছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, দুদিন আগে তাদের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার জবাবে আজকে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি টিভি আল-মাসিরাহ জানিয়েছে, মিডিয়ার হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েল দাবি করেছে, মিডিয়ার এ হেডকোয়ার্টার থেকে হুতিরা প্রোপাগান্ডা ছড়াতো।

এরআগে গতকাল কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃ্ন্দকে টার্গেট করা হয়। যদিও হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। তবে এতে ছয়জনের মৃত্যু হয়। কাতারে হামলার পর ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে আরব দেশগুলো এর তীব্র নিন্দা জানায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ইয়েমেনে বড় ধরনের হামলা চালালো তারা।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ