1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

জানুয়ারির প্রথমেই সব বই হাতে পাবে শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

জানুয়ারির প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, ‘প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীরা তাদের সব বই হাতে পাবে।’

প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের পারফরম্যান্স মোটামুটি ভালো।
বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ডা. বিধান রঞ্জন জেলার কেন্দুয়া উপজেলা, সদর উপজেলার মদনপুরসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বলেন, ‘আমরা পড়াশোনার মান উন্নয়নের উদ্যোগ নিচ্ছি।
এটি সফল হলে অভিভাবকরা সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে আগ্রহী হবেন। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সম্পৃক্ত করে সমস্যা সমাধানে কাজ চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ