1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

রাজধানীর ২৫ পোস্টার বোর্ড উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় নতুন ১০টি পোস্টার বোর্ড এবং বিদ্যমান ১৫টি বোর্ড সংস্কার করে উদ্বোধন করা হয়েছ। রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এই কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, শহরের সৌন্দর্য রক্ষায় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে সিটি করপোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে। যারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ