1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ৩১৫ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

চার মাস বন্ধের পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে ভারত থেকে আসা ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ৯টি ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য অপেক্ষা করছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করলে বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে চাল ছাড়ের প্রক্রিয়া শুরু হয়।

তিনি আরো জানান, বর্তমানে আরও ৮৫টি ট্রাক চাল আমদানির অপেক্ষায় ভারতের বন্দরে দাঁড়িয়ে আছে। তবে সরকারিভাবে এখনো আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি। চলতি বছরের সর্বশেষ ভারতীয় চাল বেনাপোল বন্দর দিয়ে ১৫ এপ্রিল আমদানি করা হয়েছিল।

বেনাপোল স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাসের বিরতির পর বেনাপোল বন্দরে চাল আমদানি আবার শুরু হয়েছে।
বন্ধ থাকার প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে এবং আরো অনেক ট্রাক আমদানির অপেক্ষায় রয়েছে।’

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানি হওয়া চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সনদ প্রদান করা হবে, যাতে দ্রুত ছাড়করণ সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ