1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

নাইজেরিয়া থেকে বিতাড়িত ১০২ বিদেশি স্ক্যামার, প্রায় অর্ধেকই চীনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

নাইজেরিয়া ১০২ জন বিদেশিকে দেশ থেকে বিতাড়িত করেছে, এর মধ্যে ৫০ জন চীনা নাগরিকও আছেন। তাদের ‘সাইবার-সন্ত্রাসবাদ ও ইন্টারনেট জালিয়াতির’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির দুর্নীতি দমন সংস্থা।

অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন (ইএফসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃতদের মধ্যে একজন তিউনিসীয় নাগরিকও রয়েছেন। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় আগামী কয়েক দিনে আরো বিদেশিকে বিতাড়িত করা হবে।

গত বছরের ডিসেম্বরে লাগোসের অভিজাত ভিক্টোরিয়া আইল্যান্ড এলাকায় পরিচালিত এক অভিযানে একসঙ্গে ৭৯২ জন সন্দেহভাজন সাইবার অপরাধীকে আটক করা হয়। তাদের মধ্যে অন্তত ১৯২ জন ছিলেন বিদেশি নাগরিক, যার মধ্যে ১৪৮ জন ছিলেন চীনা বলে জানিয়েছে ইএফসিসি।

আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়া দীর্ঘদিন ধরে ‘ইয়াহু বয়েজ’ নামে পরিচিত ইন্টারনেট প্রতারকদের জন্য কুখ্যাত। ইএফসিসি জানিয়েছে, তারা বেশ কিছু আস্তানা ধ্বংস করেছে, যেখানে তরুণ অপরাধীরা প্রতারণার কৌশল শিখছিল।

সংস্থার তথ্য অনুযায়ী, বিদেশি গ্যাংগুলো শিকার খুঁজতে নাইজেরিয়ান সহযোগীদের নিয়োগ দিত। যেখানে মূলত অনলাইনের মাধ্যমে ফিশিং স্ক্যাম চালানো হতো। এসব স্ক্যামে প্রতারকরা সাধারণত ভুক্তভোগীকে টাকা স্থানান্তর করতে বা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য ফাঁস করতে প্রলুব্ধ করে।

এ প্রতারণার শিকার হচ্ছে মূলত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও ইউরোপের নাগরিকরা।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নাইজেরিয়ার দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগানোর জন্য বিদেশি ‘সাইবার অপরাধ সিন্ডিকেটগুলো’ দেশটিতে ঘাঁটি গেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ