এই বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৯ রান, তারপর আমেদাবাদে আজ ২০০, এই ধারাবাহিক পারফর্মেন্সে পর আর হয়ত পিছনে ফিরে তাকাতে হবে না তাঁকে। ইংল্যন্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ৩৭৪ বলে ২০০ রান করেন তিনি। আজ সকালেই শতরানের বাউন্ডারি পার করেন পুজারা। আজ পুজারার ইনিংস সাজানো ছিল ২১টি চারে।