1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টনের অনুমতি দিয়েছে সরকার।
তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যেকোনো সময় এবং তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো হিলি সততা বাণিজ্যালায়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যক আমদানিকারক ৩০ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নূর ইসলাম বলেন, ‘সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে সেটা খুবই কম।
এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, যা একটি ভারতীয় ট্রাকে আসবে। আগে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো। কিন্ত সেটা এবার সরকার করছে না।
এতে আমরা বিপাকে পড়েছি ‘ তিনি বলেন, ‘এলসি করছি, সব কিছু ঠিকঠাক থাকলে আজ (রবিবার) বিকেলে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।’

এদিকে পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। দুই দিন আগে ৭৫ টাকা কেজির পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে সবশেষ চলতি বছরের ৩ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ