1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

‘সাহসিকতা’য় আজীবন সম্মাননা পেলেন আবু সায়ীদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২
  • ৭৪ Time View

 ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হয় এই পুরস্কারের গ্রান্ড ফিনালে। এখানেই এ পুরস্কার তুলে দেয়া হয় নির্বাচিত কিংবদন্তিদের হাতে। সিঙ্গার চ্যানেল আই সাহসিকতা পুরস্কার ২০১২ পেলেন এ সময়ের পাঁচ কিংবদন্তি। এরা হলেন-নির্ভীক কিংবদন্তি – লাকী আক্তার। দৃপ্ত কিংবদন্তি- পুলিশ সদস্য বাবুল আখতার, সীমায় অসীম- আয়েশা, সাধক কিংবদন্তি -ফুলে আরা। এছাড়া আলোকিত মানুষ গড়ার  ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ‘কিংবদন্তি’ আজীবন সম্মনানা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ। 
দেশের বরেণ্য ব্যাক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চুড়ান্ত পুরস্কারের জন্য তাদের মনোনীত করেন। জুরি বোর্ড-এর চার সদস্য হলেন- বিশ্ববরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ, সমকাল সম্পাদক ও বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং  গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এ. এম. হামিম রাহমাতউল্লাহ।
আড়াই হাজার জনের মধ্যে থেকে চারটি ক্যাটাগরিতে দেশ বরেণ্য ব্যাক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চুড়ান্ত পুরস্কারের জন্য ৮জনকে  মনোনীত করেন।  মনোনীত ৮ জনের মধ্যে এ পুরস্কার পেয়েছেন চারজন।
পুরস্কারের মূল্যমান নগদ দুই লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ। পুরস্কার তুলে দেন যথাক্রমে ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিঙ্গার বাংলাদেশ  লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হামিম রহমাতউল্লাহ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, জুয়েল আইচ, সিঙ্গার বাংলাদেশের পরিচালক ও চীফ অফারেটিং অফিসার সাজিদুর রহমান খান, পরিচালক ও ম্যানোফ্যাকসার মকবুল আহমেদ এবং চীফ ফিনান্সিয়াল অফিসার আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে দেখানো হয় এসব কিংবদন্তিদের সাহসিকতার গল্প। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সমপ্রচার করে। কিংবদন্তি : সিঙ্গার চ্যানেল আই সাহসিকতা পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় ছিলেন তাহের শিপন।
‘দূর্দান্ত সাহসে আবার জ্বলে ওঠো বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সিঙ্গার ও চ্যানেল আই যৌথভাবে দ্বিতীয়বারের মতো শুরু  করে সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার: কিংবদন্তি ২০১২ কার্যক্রম। এবছর ২৮ আগস্ট তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার: কিংবদন্তি ২০১২ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ