গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক সরকারি পত্রে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ বিতরণ সংক্রান্ত উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১টি, শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে ২৫০ জন এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪২৮ জন এবং স্নাতক ও তদূর্ধ্ব পর্যায়ে ১২৭৪ জন মোট ৭১০০ জন শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা গত ১৭.০৬.২০২৫ তারিখ এ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই পত্রে আরো বলা হয়, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড হতে ২০ জুলাই ২০২৪ তারিখে প্রেরিত তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত মোট ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।
এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের কেওয়াইসি ইনফরমেশন আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।

