1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

নতুন পর্যবেক্ষক চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করছে ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩২ Time View

শিগগিরই নির্বাচনের নতুন পর্যবেক্ষক চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিশনের অনুমোদনের পর নতুন পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ১৭ জুলাই আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এ এম এম নাসির উদ্দিন কমিশন।

ইসির দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নতুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যেই কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। তা আগামী রবিবার (২৭ জুলাই) জারি করা হবে। নতুন আবেদন আসার পর নতুন নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা হবে।
তবে কমিশনের অনুমোদনের পর নতুন পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে নাসির উদ্দিন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।

কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
আগামীতে নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে গণবিজ্ঞপ্তির উদ্যোগ নিল নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ