1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে বালু তুলতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩২ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক নদীর ভারতীয় অংশে গিয়ে বালু উত্তোলন করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিজেদের চেলা ক্যাম্পে নিয়ে যায়। এখন পর্যন্ত আটক শ্রমিকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনাটি আমরা শুনেছি, তবে এখনো আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট বিজিবি অধিনায়কের আওতাধীন।”

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, “চেলা নদী থেকে চোরাইভাবে বালু তোলার সময় শ্রমিকেরা ভারতের সীমানায় ঢুকে পড়েন। তখন বিএসএফ তাদের আটক করে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করে শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ