1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৪৪৪, মৃত্যু ৩ জনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়—সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত—নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে বরিশালে সর্বাধিক ১২৭ জন ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন ও ঢাকা উত্তর সিটিতে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৩৩ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৮ জন, রংপুরে ৫ জন ও সিলেটে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছর দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৬২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৬৫ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন। ২০২৩ সালে এই সংখ্যা আরও ভয়াবহ রূপ নেয়—এক বছরে ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়ে। তাই সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ