1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

চীন প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করবে না : রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন, যার মধ্যে ছিল বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, সবুজ শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা।

চীনা রাষ্ট্রদূত সম্প্রতি কুয়ালালামপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথাও উল্লেখ করেন। চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন, ইয়ারলুং জাংবো নদীর ওপর চীনা জলবিদ্যুৎ প্রকল্পটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য। চীন প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করবে না। প্রকল্পটি ভাটির দিকের দেশগুলোকে প্রভাবিত করবে না।

বৈঠকে এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষই সহযোগিতা বাড়ানো ও জনগণের মধ্যে আদান-প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ