1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭ সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২ Time View

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। রবিবার দেশটির আন্তঃ-বাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) ও গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৬ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কেপির মালাকান্ড জেলায় পরিচালিত একটি যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো ৮ জনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ, লেভিস, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং জেলা প্রশাসন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের অবস্থান।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়, চার দিনব্যাপী অভিযানের সময় বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে ও তীব্র গুলিবিনিময়ে লিপ্ত হয়। এতে ভারত-সমর্থিত খাওয়ারিজ দলের ৯ সদস্য নিহত হয় এবং ৮ জন আটক হয়।
এছাড়া, সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এদিকে, বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আরো ৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, শনিবার রাতে বেলুচিস্তানের পাহরোড় এলাকায় পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ৪ জন সন্ত্রাসীকে হত্যা করে।

অন্যদিকে, ১৯ ও ২০ জুলাই মধ্যরাতে বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে আরো ৪ জন সন্ত্রাসী নিহত হয় বলে বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ