1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় এক দিনে আরো ১১৬ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষা করার সময় গুলিবিদ্ধ হয়ে।

এদিকে ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে গাজায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দুর্ভিক্ষে।
মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু গাজা সিটির আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া। শনিবার হাসপাতালটিতে আরো এক ব্যক্তি একইভাবে অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হাসপাতালগুলোর জরুরি বিভাগে রেকর্ডসংখ্যক ক্ষুধার্ত রোগী ভর্তি হচ্ছে এবং অবস্থা চরম সংকটময়। তারা আরো জানায়, গাজায় প্রায় ১৭ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই সহিংসতাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে এবং অবিলম্বে গাজায় অবরোধ তুলে দিয়ে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ