1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

ইসরাইলি হামলায় গাজায় ত্রাণ কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩৩ জনসহ ৭৮ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৩ Time View

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে জমায়েত হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী গুলি চালিয়েছে, যার ফলে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ৭৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ কেন্দ্রে অপেক্ষমান অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৭ মে থেকে এপর্যন্ত এই ধরনের হামলায় সাড়ে পাঁচশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি বিমান হামলায় এক আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে অনেক মানুষ অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি ধ্বংস করা হয়, এতে নিচে চাপা পড়ে বহু হতাহত হয়েছে। উদ্ধারকারীরা প্রয়োজনীয় সরঞ্জামহীন অবস্থায় মরদেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন।

আন্তর্জাতিক ও স্থানীয় কূটনৈতিক প্রচেষ্টায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কাতার জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসা হতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এই বিষয়ে কাতার ও মিসরের সঙ্গে কথা বলছে, যদিও এখনো কোনো চূড়ান্ত প্রস্তাব আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় গাজায় যুদ্ধবিরতি বিষয়ে বড় অগ্রগতি হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে যুদ্ধবিরতির পথ প্রায় প্রস্তুত হওয়ার খবর দিয়েছেন।

যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট, ইউরোপীয় নেতারা এবং ইতালির প্রধানমন্ত্রী দ্রুত যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইসরাইল জানিয়েছে তারা গাজায় আটক থাকা ৪৯ জন জিম্মি মুক্তির জন্য সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ