1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ইরানের উত্তরাঞ্চলে ‌‘সন্ত্রাসী হামলায়’ নিহত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪১ Time View

ইরানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও চারটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। গিলানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে ‘সন্ত্রাসী’ হামলায় ৩৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।

ইরানি গণমাধ্যম দাবি করছে, এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, নিহত বা আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু। কিছু গণমাধ্যম জানিয়েছে যে, নিহতদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকিও রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীও রাতের বেলায় একজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার কথা উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইসরায়েলি সরকার।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে, যদি ইসরায়েলও বন্ধ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ