1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে : রিজওয়ানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি।
যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ বাহিনী তারা চালকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এবং আমরা শব্দদূষণ বিধিমালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি।’

তিনি বলেন, ‘এত বছরের অভ্যাস আপনি এক দিনে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু হয়, একই সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় ১০ দিন ক্যাম্পেইন করেছিলাম।
এ রকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখব।’

পলিথিন ও প্লাস্টিক নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটর করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নেই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। এখন আমাদের কাঁচাবাজারের একটা চ্যালেঞ্জ আছে।
আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে। আমরাও যখন বাড়ি থেকে বাজারে যাই তখন ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাই না। কারণ বাজারে গিয়ে প্লাস্টিক পেয়ে যাই। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে।
এতে আমাদের পাটকলগুলোও চালু হবে। একই সঙ্গে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ