1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

‘ইরাক আগ্রাসনের মতো মিথ্যা অজুহাতে ইসরায়েলের হামলা’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা ‘মিথ্যা অজুহাতের’ ওপর ভিত্তি করে চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি এই হামলার তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সঙ্গে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাজেরানি বলেন, ‘ইরান বহুবার বলেছে—যদি পারমাণবিক অস্ত্রই মূল সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সেসব তৈরির কোনো ইচ্ছা আমাদের নেই।’

তিনি আরো বলেন, ‘এই পথ তো আগেও বহুবার অনুসরণ করা হয়েছে।
ইরাক কি একই অজুহাতে আক্রান্ত হয়নি? আর এত বছর পরও কি সেখানে কোনো রাসায়নিক অস্ত্র খুঁজে পাওয়া গেছে?’

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া ‘বৈধ আত্মরক্ষা’ বলে দাবি করেন তিনি। মোহাজেরানি বলেন, ‘গত ২০০ বছরে ইরান কখনও কোনো যুদ্ধ শুরু করেনি। আমরা যুদ্ধ শুরু করতে আগ্রহী নই এবং সচেতনভাবে তা এড়িয়ে চলি।’

ইরানি মুখপাত্র আরো বলেন, ‘আমরা এখন যে প্রতিক্রিয়া দেখছি, তা একটি বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা আন্তর্জাতিক সব প্রটোকলে ইরানের অধিকার হিসেবেই স্বীকৃত।
’ বিশ্লেষকদের মতে, এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে ইরানের অবস্থানকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টা।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ