দেশে চালু হতে যাচ্ছে গুগল পে, মিলবে যেসব সুবিধা

দেশে চালু হতে যাচ্ছে গুগল পে, মিলবে যেসব সুবিধা

দেশে সিটি ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সার্ভিস গুগল পে। এনএফসি (NFC) প্রযুক্তি সমর্থিত ডিভাইসে তাদের ফোন ট্যাপ করে মাস্টারকার্ড-ভিসা কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

গুগল পে একটি কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি। এতে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ফোনে সংরক্ষিত থাকে।
ফলে ফোনটি পিওএস (Point of Sale) মেশিনে ট্যাপ করলেই সম্পন্ন হয় পেমেন্ট। এতে কার্ড বহনের কোনো ঝামেলা নেই। এ ছাড়া টাকার লেনদেন দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

মিলবে যেসব সুবিধা

ভিজিক্যাল কার্ড না থাকলেও ফোন ট্যাপ করেই শপিং, রেস্টুরেন্ট বা ট্রান্সপোর্টে পেমেন্ট করা যাবে।
প্রতিটি লেনদেন টোকেনাইজেশনের মাধ্যমে হয়, যার মানে হচ্ছে কার্ডের আসল নম্বর কখনোই শেয়ার হয় না। ফলে তথ্য চুরির ঝুঁকি থাকে তুলনামূলক কম।

গুগল পে-তে ক্যাশ, কার্ড সোয়াইপ কিংবা পিনের ব্যবহারের প্রয়োজন নেই। ফলে ট্রান্সজ্যাকশন দ্রুত হয়।
ইউজাররা গুগল ওয়ালেট অ্যাপে একাধিক কার্ড সংযুক্ত করে সহজে ব্যবস্থাপনা করতে পারবেন।


ইন্টারন্যাশনাল এক্সেস

আন্তর্জাতিকভাবে গুগল পে সমর্থিত যেকোনো জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্টের সুযোগ মিলবে। গুগল পে চালু উপলক্ষে সিটি ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফরমে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার পাবেন।


যারা ব্যবহার করতে পারবেন

গুগল পে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এনএফসি সুবিধাযুক্ত অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা। যাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড সিটি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা রয়েছে তারা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে এটি ব্যবহার করতে পারবেন।

বিশেষজ্ঞরা জানান, গুগল পে চালু হওয়ায় দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরো বাড়বে। কনট্যাক্টলেস পেমেন্ট জনপ্রিয় হবে, ক্যাশলেস ইকোনমির দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

আন্তর্জাতিক শীর্ষ খবর