1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ইরানে হামলার পরিকল্পনা ‘অনুমোদন’ করলেও ‘অনুমতি’ এখনো দেননি ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩০ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

সিবিএসকে এক শীর্ষ গোয়েন্দা সূত্র বলেছে, ট্রাম্প চান ইরান যেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। সেই সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত হামলা পিছিয়ে রাখা হয়েছে। তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার স্পষ্টভাবে ট্রাম্পের ‘আত্মসমর্পণের’ আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে না।’

ট্রাম্প অবশ্য খামেনির এই বক্তব্যকে পাত্তা দেননি।
সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।’

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালই প্রথম জানায়, ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন।

ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর জবাবে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে।

এই হামলার পর বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন খামেনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা ভীত নই, আমরা প্রতিক্রিয়া জানাব।’

অন্যদিকে, জাতিসংঘে ইরানের মিশন ট্রাম্পকে কটাক্ষ করে এক্স-এ লিখেছে, ‘ইরানকে হুমকি বা ভয় দেখিয়ে লাভ নেই, হোয়াইট হাউসের দরজায় কাকুতি-মিনতি করে কেউ কখনো মাথা নত করেনি। তার মিথ্যার চেয়ে তার কাপুরুষোচিত হুমকি আরও জঘন্য।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেট কমিটিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে পেন্টাগন প্রস্তুত রয়েছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউএসএস নিমিটজ বহর গালফ অঞ্চলের দিকে রওনা হয়েছে। ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন একটি স্ট্রাইক গ্রুপ সেখানে ইতোমধ্যেই অবস্থান করছে।

উড়োজাহাজ, জ্বালানি ট্যাঙ্কার এবং স্টেলথ যুদ্ধবিমান এফ-২২ ও এফ-৩৫-এর চলাচল দেখা যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইস্যু।

বিবিসির এক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র এখনো ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া বা সাইপ্রাসে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেনি। তবে ‘সব ধরনের বিকল্পই’ বিবেচনায় রয়েছে।

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। তবে বুধবারের ঐ ঘোষণায় কিভাবে ও কতজন সরানো হবে, তা এখনো স্পষ্ট নয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২৩৯ জনই বেসামরিক নাগরিক।

এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ