1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলল উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায়, এ হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাধিয়ে দিতে পারে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের এই সামরিক আগ্রাসন গুরুতর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো বলেন, ‘ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের নিহত হওয়া একটি ক্ষমার অযোগ্য মানবতাবিরোধী অপরাধ। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, যা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়িয়ে তুলেছে।’

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে আর হস্তক্ষেপ না করে।
মুখপাত্র বলেন, ‘আজকের এই ভয়াবহ পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান দায়ী।’

তিনি আরো বলেন, ‘ইরানের বৈধ সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগুনে ঘি ঢালছে। গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

‘বিপর্যয়কর পর্বের দিকে যাচ্ছে পরিস্থিতি’

উত্তর কোরিয়ার এই বক্তব্য এসেছে এমন একসময়ে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ‘ধৈর্যের সীমা শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেন। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণহীন ও বিপর্যয়কর পর্বে’ ঠেলে দিচ্ছে।

এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনই তা কার্যকর করছেন না। তিনি চাচ্ছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না, তা আগে দেখতে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর দাবি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে।

সূত্র : টিআরটি গ্লোবাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ