1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল সংঘাত: বুধবার সকাল পর্যন্ত যা যা হলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫ Time View

ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘর্ষের মাঝেই শুরু হয়েছে নতুন এক যুদ্ধ—‘ডিজিটাল যুদ্ধ’। এই যুদ্ধে মুখোমুখি হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের দৃঢ় প্রতীক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে উদ্দেশ করে সরাসরি আক্রমণ করেছেন দুইজনই।

ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় খামেনিকে হুঁশিয়ার করে বলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ করো! আমরা ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি।
আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন। তাকে এখনই হত্যা করা হবে না।’ ট্রাম্প আরো বলেন, ‘আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে।’ এরপর বলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ করো!

এই মন্তব্যগুলো সরাসরি যুদ্ধের হুমকি হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
এরই জবাবে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়ে খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স)-এ একাধিক ভাষায় ধারাবাহিক পোস্ট দেন। তিনি বলেন, ‘আমরা জায়নিস্টদের সঙ্গে কখনো আপস করবো না। কোনো দয়া দেখানো হবে না।’ একটি পোস্টে তিনি সোজাসুজি লেখেন, ‘যুদ্ধ শুরু হলো।

এদিকে আজ সকাল পর্যন্ত সংঘাতের সর্বশেষ পরিস্থিতি

► বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ- ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। ফলে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়ার সম্ভাবনা বেড়েছে।

► ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন জ্বলছে। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।

► গত রাতে ইরানের আরো একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি।

► ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা’র বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তাদের লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপক ক্ষতিসাধন করা।

► মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।

► জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে ‘সরাসরি প্রভাব’ পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি।

► ইরানের ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলের মেরন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত।

► ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।

ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে।

► ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে।

► ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ