1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েলজুড়ে ধ্বংসস্তূপের ছবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫২ Time View

পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েলজুড়ে ধ্বংসস্তূপের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় কঙ্কালসার চেহারা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে পোড়া, ভাঙাচোরা বাড়ি। কিছু কিছু আবার একেবারে ভেঙে পড়েছে। এটাই বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন জনপদের ছবি হয়।

অপরদিকে ইরানের রাজধানী তেহরানের শাহরান এলাকায় তেলের ভান্ডার জ্বলতে থাকার যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দেখে আঁতকে ওঠার মতোই।

ইসরায়েল-ইরানের সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে শনিবার পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলেরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত।
শুধু হতাহতই নয়, একে অপরের ওপর হামলায় দুই পক্ষেরই বহু ঘরবাড়ি, বহুতল ভবন ধ্বংস হয়ে গিয়েছে। কিংবা আধভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

শুক্রবার সকালে ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাত থেকেই তেল আবিবে হামলা চালায় ইরান। তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে রাজধানী শহরের দক্ষিণে।
সেখানকার তিন এলাকা দ্য কিরইয়া, রমাত গান, রেশন লেজিও এবং ব্যাট ইয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়।

এই এলাকাগুলোর মধ্যে দ্য কিরিয়া ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের সদর দপ্তর। ‌শুক্রবার রাতে এই দপ্তরের খুব কাছেই ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। রমাত গান এবং রেশন লেজিওনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে পড়েছে বহুতল আবাসনের একাংশ।
ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরের একাংশও।

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানের। সেই হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধানসহ ২০ সামরিক কমান্ডার। প্রাণ গিয়েছে ছজন পরমাণুবিজ্ঞানীও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ