ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র : সিএনএন

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র : সিএনএন

ইসরায়েলি ভূখণ্ডে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুটি ইসরায়েলি সূত্র সিএনএনকে এ কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এর আগেও ইরানি হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ। এবার দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে তিন শতাধিক রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসবের ৯৯ শতাংশ রুখে দিতে পেরেছিল ইসরায়েল এবং এর ‘মিত্র দেশগুলোর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আন্তর্জাতিক শীর্ষ খবর