1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ কেটে ফেলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৫ Time View

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ইন্সপেকশনে দিয়ে দিয়েছি। ইউক্যালিপটাস ও আকাশমনিগাছের চারাও পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাধখলা এলাকায় তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই জায়গাটা (তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার) যেন কোনোভাবেই পতিত অবস্থায় না থাকে, এগুলো দেখা দরকার। তাদের রিসার্চ আছে। অনেক জায়গায় তারা (কর্মকর্তারা) খুব ভালো করছে। তাদের রিসার্চ অবশ্যই ভালো।
তুলা উৎপাদন ও বীজ দুটোতেই ভালো করতে হবে।

তুলা চাষকে কৃষকের জন্য লাভজনক করার আহবান জানিয়ে তিনি বলেন, এবার এটাকে (তুলা) কৃষি পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। কৃষকরা ওইটাই চাইবে যেখানে তার প্রফিট (লাভ) হয়। তুলাকে যদি আপনি (সংশ্লিষ্ট কর্মকর্তা) কৃষকের জন্য লাভজনক করতে পারেন, তাহলে সে চাষ করবে।
তা নাহলে (চাষ) করবে না।

এ সময় অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. যাবের সাদেক, গাজীপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে উপদেষ্টা সালনা হাইওয়ে থানা উপস্থিতি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ