1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ভারতে উড্ডয়নের পরপরই ২৪২ আরোহীসহ বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৮ Time View

গুজরাটের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে। গুজরাট স্টেট পুলিশ কন্ট্রোল রুম সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এয়ার ইন্ডিয়া এক প্রাথমিক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। বিমানটি আজ ১২ জুন দুর্ঘটনার শিকার হয়েছে।
আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যত দ্রুত সম্ভব পরবর্তী আপডেট জানানো হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার স্থান থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে।
এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কিছু লোককে হাসপাতালে নিতে দেখেছেন। তবে কতজন আহত হয়েছেন বা প্রাণহানি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি ঘটেছে উড্ডয়নের সময়। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাতটি দমকল ইঞ্জিন এবং এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও এলাকাটি ঘিরে ফেলেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সূত্র : এনডিটিভি, ই টিভি ভারত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ