1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ডিএনসিসিতে ৪৬৬০৮০টি পশু কোরবানি হয়েছে : প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৮০ Time View

এবার এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (৯ জুন) গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা শহরে গরু কোরবানি হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল এক লাখ ৫৪৬টি, ভেড়া চার হাজার ৫১টি, মহিষ এক হাজার ৭৬২টি, অন্যান্য ৪৪টি। এবছর ঢাকায় এখন পর্যন্ত মোট চার লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি করা হয়েছে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আজও কেউ কেউ পশু কোরবানি দেবেন। এজন্য আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত করছি না। আগামীকাল ও পরশু দিনও বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রথম দিনে আমরা অনুমান করেছিলাম এবার ২০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য উৎপন্ন হবে।
আজকে দুপুর দুইটা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাবে বলি, তা হলে ২০ হাজার ৮৮৯ টন বর্জ উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করে ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি। অর্থাৎ আমাদের ধারণা থেকে সামান্য কিছু বেশি বর্জ্য উৎপাদন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ