1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৫ Time View

‘পাঠান’ এবং ‘টাইগার’ সাফল্যের পর স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ডবল ধামাকা দিতে চেয়েছিলেন যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় হাজির করবেন পর্দার ‘করণ-অর্জুন’কে। শাহরুখ-সালমানের দ্বৈরথ যে সিনেপর্দা কাঁপিয়ে বক্স অফিসেও দারুণ ব্যবসা দেবে, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন শোনা যাচ্ছে, মেগাবাজেটের সিনেমা সিনেমার কাজ স্থগিত হয়ে গেছে!

মাসখানেক আগেই একবার সালমান খান বলেছিলেন, ‘টাইগার ভার্সেস পাঠান’-এর কাজ আপাতত হচ্ছে না।
তার পর থেকে সব চুপ! নেই কোনো আপডেট।

বলিউড গণমাধ্যম সূত্রে খবর, শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, ‘করণ-অর্জুন’ দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি প্রস্তুত।
শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা। সেই অনুযায়ীই শাহরুখ-সালমানের ভক্তরা অপেক্ষায় ছিল, কবে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে? যদিও এ প্রসঙ্গে কোনো রকম অফিশিয়াল ঘোষণা দেয়নি যশ রাজ ফিল্মস।

তবে এবার জানা গেল, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে। তাই দেরি হচ্ছে।
কারণ আদিত্যর ‘পাখির চোখ’ বর্তমানে হৃতিক রোশনের ‘ধুম ৪’। প্রযোজক নিজেই পরিচালক শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষপর্যায়ের কাজে ব্যস্ত। তাই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভবিষ্যৎ নাকি আপাতত অনির্দিষ্ট! অতঃপর কবে যে শাহরুখ-সালমানের দ্বৈরথ পর্দায় দেখা যাবে? সেই উত্তর এখনও অজানা।

প্রসঙ্গত, ৩০ বছর আগে ‘করণ-অর্জুন’ ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে আর একসঙ্গে দেখা যায়নি দুই খানকে। যদিও পরবর্তীতে শাহরুখ-সালমান একে অপরের সিনেমায় ক্যামিও চরিত্রে ধরা দিয়েছেন, তবে প্রযোজক আদিত্য চোপড়া চমকে দেওয়ার মতো পরিকল্পনা করেছিলেন।

আগেই শোনা গিয়েছিল যে, যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনির্ভাস’ তৈরি করতে চলেছেন আদিত্য। যেখানে ‘টাইগার’, ‘কবীর’, ‘পাঠান’দের একসঙ্গে দেখা যাবে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিও চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। ‘টাইগার’-এর তিন নম্বর ফ্র্যাঞ্চাইজিতে ভাইজানকে বাঁচাতে পাকিস্তানে গিয়েছিলেন শাহরুখ। আরেকটু খোলাসা করে বললে, ‘টাইগার ৩’ ছবির এক দৃশ্যে সালমান খানকে জেল ভেঙে বের করতে দেখা যায় ‘পাঠান’ শাহরুখকে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি রুপি খরচ করেছিলেন। আর সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির পরিকল্পনার সূত্রপাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ