1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিক্ষোভ, সেনা মোতায়েন ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪২ Time View

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিক্ষোভকে ‘হিংসাত্মক বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (৬ জুন) শহরের বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করে।
এরপরই শুরু হয় প্রতিবাদ। শনিবার (৭ জুন) প্যারামাউন্ট শহরের একটি শিল্প পার্কের সামনে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তাজুড়ে বিক্ষোভকারীরা জড়ো হলে দাঙ্গা পোশাক পরা সীমান্ত রক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ে। একজন বিক্ষোভকারী হাতে ধরা সাইনবোর্ডে লিখেছিলেন, ‘কোনও মানুষ অবৈধ নয়।
ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা টম হোমান জানিয়েছেন, বিক্ষোভ প্রতিরোধ করতে শনিবার রাত থেকে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে।’

এফবিআই জানিয়েছে, শুক্রবার ও শনিবারের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে। এফবিআই-এর উপপরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা প্রমাণ যাচাই করছি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে মার্কিন অ্যাটর্নি অফিসের সঙ্গে কাজ করছি।’

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নয়েম এক্স-এ একটি পোস্টে বলেন, ‘এলএ দাঙ্গাকারীদের বলছি—তোমরা আমাদের থামাতে পারবে না।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ