1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রি-বুকিংয়ে রেকর্ড গড়ল ‘ব্যাচেলর পয়েন্ট’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৯ Time View

দর্শকদের সর্বাধিক পছন্দের ও চাহিদাসম্পন্ন নাটক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন মুক্তি পেয়েছে। মুক্তির আগেই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নাটকটি। যার প্রভাব দেখা গেল প্রি-বুকিংয়েও। নির্মাতা জানালেন, আগের সব রেকর্ড ভেঙেছে এটি।

১ জুন সংবাদ সম্মেলন করে কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছিলেন, পবিত্র ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে আট এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার সেই ঘোষণায় ব্যাচেলর পয়েন্টের অনুসারীদের মধ্যে হুলস্থুল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করতে শুরু করেন।

কাজল আরেফিন অমি গণমাধ্যমকে বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনো দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এ অ্যাচিভমেন্ট আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি অ্যাচিভমেন্ট।

ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির বানানো ‘ফিমেল ৪’, সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আরো তিন গুণ রেসপন্স পাচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, ‘ফিমেল ৪’-এর চেয়ে নতুন সিজন রিলিজের আগেই প্রি-বুকিংয়ে বেশি রেসপন্স এসেছে, বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে দর্শক প্রি-বুকিং করেছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। ২০২২ সালে ১১৬ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নাটকটির ‘সিজন ৪’। এরপর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার এলো পঞ্চম সিজন। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পারসা ইভানা, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ